মিডিয়া কাপ ফুটবলে বিডিনিউজ টোয়েন্টিফোর রানার্স আপ

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ট্রিবিউনের কাছে হেরে রানার্সআপ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 08:33 AM
Updated : 12 May 2018, 08:41 AM

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ৪-২ হেরে যায় বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রটির ফুটবল দল।

ফাইনালে দুই গোলের পাশাপাশি টুর্নামেন্টে মোট ৫টি গোল করে ম্যান অব দি সিরিজের পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাইদুল ইসলাম।

টুর্নামেন্ট সেরার পুরস্কার নিচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের মাইদুল ইসলাম

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় চ্যাম্পিয়ন ও রানার্সনাপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিএসজেসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রুপ পর্বে দৈনিক নয়া দিগন্তকে ৪-০ গোলে এবং চ্যানেল আই-এর সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কোয়ার্টার ফাইনালে এসএ টিভিকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এবং পরে আরটিভিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আটটি গ্রুপে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।

এবারের ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টেও রানার্সআপ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ট্রফি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোরের ফুটবল দলের খেলোয়াড়রা

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, ইকবাল শাহরিয়ার, শহীদুল ইসলাম, আকিব জাভেদ, মাইদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, ও তারেক হাসান নির্ঝর।

নাগরিক টিভির প্রতিবেদক আবদুল্লাহ্ শাফী অতিথি খেলোয়াড় হিসেবে টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খেলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হয়দায় দলে ম্যানেজারের দায়িত্বে ছিলেন।