এসএসসি: পাসে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

এসএসসিতে এবারও পাসের হারের দিক থেকে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে আছে; তবে বেশি জিপিএ-৫ পেয়েছে ছাত্ররা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 08:48 AM
Updated : 6 May 2018, 10:46 AM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

এক নজরে ফলাফল

 

২০১৮

 

২০১৭

 

পাশের হার (%)

জিপিএ-৫

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫

৮১.৪৮

৪১,৫৮৫

ঢাকা

৮৬.৩৯

৪৯,৪৮১

৮৬.০৭

১৯,৪৯৮

রাজশাহী

৯০.৭০

১৭,৩৪৯

৮০.৪০

৬,৮৬৫

কুমিল্লা

৫৯.০৩

৪,৪৫০

৭৬.৬৪

৯,৩৯৫

যশোর

৮০.০৪

৬,৪৬০

৭৫.৫০

৮,০৯৪

চট্টগ্রাম

৮৩.৯৯

৮,৩৪৪

৭৭.৭১

৩,৪৬২

বরিশাল

৭৭.২৪

২,২৮৮

৭০.৪২

৩,১৯১

সিলেট

৮০.২৬

২,৬৬৩

৭৭.৬২

১০,৭৫৫

দিনাজপুর

৮৩.৯৮

৬,৯২৯

৭৯.৪০

১,০২,৮৪৫

আট বোর্ড

৮১.২১

৯৭,৯৬৪

৭০.৮৯

৩,৩৭১

মাদ্রাসা

৭৬.২০

২,৬১০

৭১.৯৬

৪,৪১৩

কারিগরি

৭৮.৬৯

৪,১৮৭

৭৭.৭৭

১,১০,৬২৯

মোট

৮০.৩৫

১,০৪,৭৬১

আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৭ লাখ ৯২ হাজার ৯৭ জন ছাত্র; ৮ লাখ ৩২ হাজার ৩২৬ জন ছাত্রী।

পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ৮১৪ জন ছাত্রী এবং ৬ লাখ ২০ হাজার ৯৯১ জন ছাত্র এবার পাস করেছে। ছাত্রীদের পাসের হার যেখানে ৮০ দশমিক ৩৫ শতাংশ, সেখানে ৭৮ দশমিক ৪০ শতাংশ ছাত্র পাস করেছে।

অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র এবং ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী। অর্থাৎ, এবার ছাত্রীদের চেয়ে ৭৭৩ জন বেশি ছাত্র পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।