বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৩.৭৮%

এসএসসিতে বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৯০ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 07:43 AM
Updated : 6 May 2018, 07:43 AM

গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১১২ জন। সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে ০.৫ শতাংশ পয়েন্ট।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এবার এসএসসিতে বিদেশের আটটি কেন্দ্রে ৪৫০ জন অংশ নেয়। এদের মধ্যে ৪২২ জন পাস করেছে। বিদেশের আট কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।