রাষ্ট্রপতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 02:25 PM
Updated : 22 April 2018, 02:25 PM

রোববার কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ১১ সদস্যের ওই প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

পরে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “ রাষ্ট্রপতি সাক্ষাতের সময় জুডিশিয়াল সার্ভিস কমিশনকে একাগ্রতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের আস্থার জায়গা বিচারবিভাগ। এজন্য আপনাদের দায়িত্বের সঙ্গে নিজেদের কাজ করতে হবে।”

প্রেস সচিব জানান, কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম. খালেদ ইকবাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদকে অবহিত করেন।

তিনি জানান, এ বছরের শেষ নাগাদ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হবে।