ভোটে নিহত পুলিশের পরিবারকে আর্থিক অনুদান ইসির

নির্বাচনের দায়িত্ব পালনকালে নিহত এক পুলিশ পরিদর্শকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 12:37 PM
Updated : 22 April 2018, 12:37 PM

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিহতের মেয়ে রেবেকা পারভীন হাসিনার কাছে অনুদানের চেক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

নিহত পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিনের (বিপি ৫৯৭৮০৩০৪২৭) মেয়ের স্বামী লুৎফর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

গত বছর ২৩ মে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বে নিয়োজিত ছিলেন পুলিশ পরিদর্শক মোসলেম।

ভোট গ্রহণ শেষে বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণনা নিয়ে ইউপি সদস্য পদে দুই প্রার্থীর সমর্থকদের কারণে সংঘাত বাঁধে। এসময় কেন্দ্রে যান পরিদর্শক মোসলেম।

রেবেকা সাংবাদিকদের বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছিল দুষ্কৃতকারীরা। পুলিশ তা ঠেকাচ্ছিল।

“এক পর্যায়ে আমার বাবা স্ট্রোক করেন। সেখান থেকে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ভোটের দায়িত্ব পালনে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেয় নির্বাচন কমিশন।

দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির পর ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে এ সংক্রান্ত নীতিমালাও করা হয়।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনসহ পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে দায়িত্বে নিয়োজিত ক্ষতিগ্রস্ত ১৬১ জনকে ১ কোটি ১২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান ইসির জনসেোযগ পরিচালক এস এম আসাদুজ্জামান।