বনানীতে বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

ঢাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে কলেজছাত্র রাজীবের মৃত্যুর পর সপ্তাহ না হতেই বাসের চাপায় পা হারালেন আরেক তরুণী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 04:54 PM
Updated : 20 April 2018, 07:13 PM

আহত রোজিনাকে (২১) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন রোজিনা। তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইশতিয়াক রেজা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনা মহাখালীতে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গুলশানের নিকেতনে তাদের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।  

ওসি ফরমান আলী বলেন, ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়।

বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

গত ৩ এপ্রিল কারওয়ানবাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে এক হাত হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ঢাকায় বেপরোয়া বাস চালানো ঠেকাতে চালকদের জরিমানাও করা হচ্ছে। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।

বনানীতে এই দুর্ঘটনার কিছুক্ষণ পর ধানমণ্ডিতে ট্রাকের চাপায় রিকশাআরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত মাসুদা (৩৬) ইস্কাটনের এসপিআরসি হাসপাতালের সেবিকা ছিলেন।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।

মাসুদা স্বামীর সঙ্গে শাহবাগের খাজা ভবনের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

বাচ্চু মিয়া বলেন, “রিকশায় হাসপাতালে যাওয়ার পথে ধানমন্ডি শেখ জামাল মাঠের কাছে গেলে দ্রুতগামী একটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”