যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ী ধলপুরে আম খাওয়া নিয়ে ঝগড়ার জেরে  ছুরিকাঘাতে আহত এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 09:46 AM
Updated : 20 April 2018, 09:46 AM

পুলিশ জানিয়েছে, আফসার উদ্দিন শিহাব নামের ১৫ বছর বয়সী ওই কিশোরকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ জানান, বুধবার ধলপুর ১০ নম্বর মানিক মিয়া কোয়ার্টারে আম খাওয়া নিয়ে সমবয়সী কয়েকজনের সঙ্গে শিহাবের ঝগড়া হয়।

এরপর বৃহস্পতিবার বিকেলে শিহাবসহ তার বন্ধুরা কোয়ার্টারের মাঠে ক্রিকেট খেলতে গেলে হৃদয়, জুয়েলসহ ২০/২৫ জন তাদের ধাওয়া করে।

এ সময় হৃদয় ধারালো ছুরি দিয়ে শিহাবের পেটে আঘাত করে বলে তার বন্ধুরা পুলিশকে জানিয়েছে।

প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে শিহাবকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ভোরে সেখানেই মারা যায় শিহাব।
 
এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক তোফায়েল।

তিনি বলেন, শিহাব ধলপুর বাদল সরকার গলিতে পরিবারের সঙ্গে থাকত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তার বাবা সাজউদ্দিন মিয়া সাজু একজন অটোরিকশা  চালক।