কূটনীতিকদের নিয়ে পুলিশের বর্ষবরণ অনুষ্ঠান

কূটনীতিকদের সাথে গুলশানে বাংলা নববর্ষ উদযাপন করে  পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলা নববর্ষ যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এদেশের মানুষ পালন করেছে, তা থেকে প্রমাণিত তারা ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদকে ঘৃণা করে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 07:21 PM
Updated : 18 April 2018, 07:21 PM

বুধবার সন্ধ্যায় গুলশানে ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, উত্তর কোরিয়া, কানাডা, ডেনমার্ক, লিবিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, মরক্কো, জাপান, নেদারল্যান্ডস, মিয়ানমার, ফিলিপাইন, সৌদি আরব, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, নরওয়ে, দুবাইসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারা অংশ নেন।

পুলিশ প্রধান বলেন, “এবছর দেশব্যাপী অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন হয়েছে। এতে প্রতীয়মান হয়, জনগণের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয়েছে। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।