আমিন জুয়েলার্সের চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার

ঢাকার গুলশান ২ নম্বর সেকশনের ডিএনসিসি মার্কেটে আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 12:54 PM
Updated : 18 April 2018, 12:54 PM

চুরির তিন দিনের মাথায় বুধবার এই স্বর্ণালঙ্কার উদ্ধারের কথা জানিয়েছেন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দীক।

গত ১৪ এপ্রিল ছাদ কেটে আমিন জুয়েলার্সের ওই দোকান থেকে প্রায় ছয়শ ভরি স্বর্ণলিংকার এবং ২০ লাখ টাকা চুরি হয়েছিল।

চুরি যাওয়া প্রায় ২০ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুস সোবহান মোল্লা (৬১), তার স্ত্রী আলেয়া বেগম (৫৫), মেয়ে সীমা (২৭) ও মেয়ের জামাই হাফেজ মো. বিল্লাল হোসেন ওরফে বুলবুল (৪০)।

ওসি সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত করতে গিয়ে গোপালগঞ্জ, চাঁদপুর, মনিকগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং স্বর্ণালঙ্কার ও অর্থ উদ্ধার করা হয়।

সোবহান মোল্লা এই জুয়েলার্সের নিরাপত্তা কর্মী বলে জানান ওসি। তিনি প্রায় ১৮ বছর ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করছেন।

ওসি জানান, “মামলা হওয়ার পর নিরাপত্তাকর্মী সোবহানের কথায় সন্দেহ হলে তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তথ্য বেরিয়ে পড়ে।”

তিনি জানান, “সোবহানের পুরো পরিবার এই চুরির ঘটনার সাথে জড়িত। শোরুমের ছাদ কেটে  চুরির পর তা ঢালাই করে দেয় তারা। পরের দিন যথারীতি কাজে আসে সোবহান। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিন্তু শরীরের কিছু কাঁটাছেড়া দাগ থাকায় সন্দেহ হলে পুলিশের জিজ্ঞাসাবাদে সব বলে ফেলে।”

চুরির কাজে একজন রাজমিস্ত্রীসহ আরও কয়েকজন জড়িত ছিলেন জানিয়ে  ওসি বলেন, তাদের খোঁজা হচ্ছে।