শিশুদের ঝরে পড়া কমাতে মায়েদের শিক্ষা বাড়ানোর পরামর্শ

প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়ার হার কমাতে মায়েদের শিক্ষিত করার পরামর্শ দিয়েছেন এক সেমিনারের আলোচকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 05:24 PM
Updated : 15 April 2018, 05:24 PM

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের এক সেমিনারে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সারোয়ার জাহান বলেন, “এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনা জরুরি। এক্ষেত্রে মায়েরা যদি শিক্ষিত হয়, তবে তারা তাদের সন্তানদের বেসিক শিক্ষাটা দিতে পারবে। ফলে তারা সততা, মূল্যবোধের শিক্ষা পাবে। তারা সহজেই ফরমাল এডুকেশনটা গ্রহণ করতে পারবে।”

শিশুদের শিক্ষায় অভিভাবক ও শিক্ষকদের একটি বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

“এসডিজি অর্জনে আমাদের মূল লক্ষ্য শিক্ষা। শিক্ষার প্রসারে রাজনৈতিক নেতাদেরও চাপ প্রয়োগ করা যেতে পারে,” বলেন সারোয়ার জাহান।

তৃণমূল পর্যায়ে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবার স্কুলে আনার আহ্বান জানান তিনি।

‘এডুকেশন: অ্যা কি ইনস্ট্রুমেন্ট টু অ্যাচিভ এসডিজি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হাফিজ মো. হাসান।

তিনি বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এজন্য যোগ্য শিক্ষকও প্রয়োজন।”

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) আয়োজনে বিপিও সামিটের তৃতীয় এই আসরে সহযোগিতা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

ভিরগো কন্টাক্ট সেন্টার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ইউসেপের প্রধান নির্বাহী তাহসিনাহ আহমেদ, ড্যাফোডিল গ্রুপের সিইও মো. নুরুজ্জামান, এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত প্রমুখ।