সুন্দরবন এলাকায় লাল শ্রেণিভুক্ত ২৪টি কারখানাকে দূষণমুক্ত ঘোষণার আদেশ বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
Published : 11 Apr 2018, 10:48 PM
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, “সুন্দরবনের মারাত্মক দূষণকারী ২৪ লাল শ্রেণির কারখানাকে দূষণমুক্ত ঘোষণার আত্মঘাতী বেআইনি আদেশ বাতিল করতে হবে।”
সুন্দরবন সংলগ্ন ‘বাফার জোন’ এলাকায় কোনো ধরনের শিল্প কারখানা অনুমোদন না দিতেও সরকারকে আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, “এই বাফার জোনের মাত্র ৪ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে প্রবলভাবে বিতর্কিত সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সরকার নিজের ঘোষিত তথাকথিত বাফার জোন সরকার নিজেই বিনষ্ট করেছে।”
তিনি বলেন, “এই বাফার জোন ধ্বংস হলে বন রক্ষায় আবার কোর জোনের (মূল বনাঞ্চল) একটি অংশকে বাফার জোন ঘোষণা করতে হবে, কোর জোন হবে সংকুচিত।”