ওয়ারীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2018, 05:22 AM
Updated : 6 April 2018, 05:22 AM

বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দির এলাকার হোমিও কলেজের পেছনে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে ওয়ারি থানার এসআই আবদুল খালেকের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "একদল ডাকাত সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় পুলিশের উপস্থিতি দেখে তারা পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে একজন আহত হয়।”

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই খালেক।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে আনুমানিক ১৮ বছর বয়সী ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। তার পরনে ছিল জিন্স ও হাফহাতা গেঞ্জি। তবে তার নাম জানা যায়নি।

এসআই খালেক বলেন, নিহতের দুই সঙ্গী মো. জাকির (২০) ও মো. ধলাকে (১৮) আটক করা গেলেও ওই দলের কয়েকজন পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছোরা ও একটা চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।