প্রধানমন্ত্রীর সঙ্গে মহিলা শ্রমিক লীগ নেতাদের সাক্ষাৎ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মহিলা শ্রমিক লীগ নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 01:35 PM
Updated : 4 April 2018, 01:35 PM

সভাপতি রওশন জাহান সাথী ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূইয়ার নেতৃত্বে বুধবার গণভবনে যান সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং জেলা কমিটির নেতারা।

প্রধানমন্ত্রী মহিলা শ্রমিক লীগকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন।

রওশন জাহান সাথীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আজকে তো আমি বক্তৃতা দিতে পারব না, আমি শুনব। আমি তো সব সময় বলি, সবাই শুনতে পারে। কিন্তু আমার শোনা তো হয় না। আমি প্রত্যেক জেলা প্রতিনিধিদের কাছ থেকে শুনব।”

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা ২০১৮’এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য না রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,“সকালে বক্তৃতা দিইনি। পারি নাই।”

ওই অনুষ্ঠানে  জানানো হয়, ‘ঠাণ্ডা লেগে’ প্রধানমন্ত্রীর গলা বসে গেছে।

এ কারণে অনুষ্ঠানের উপস্থাপিকা প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যের অংশবিশেষ পড়ে শোনান।