ময়মনসিংহের ৫ স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি

ময়মনসিংহের পাঁচটি স্কুলে বই পড়া কর্মসূচি সম্প্রসারণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 02:16 PM
Updated : 27 March 2018, 02:16 PM

সোমবার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ উদ্যোগের সহযোগী বিকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম।

এছাড়া বিকাশ লিমিটেডের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের’ আওতায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচির সঙ্গে ২০১৪ সাল থেকে যুক্ত আছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।