সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন নয়জন

এবারের সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন নয়জন লেখক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 03:55 PM
Updated : 24 March 2018, 03:55 PM

‘নির্বাচিত রচনা সমগ্র’ গ্রন্থের জন্য প্রবন্ধ বিভাগে রামেন্দু মজুমদার ও ‘নিরুদ্দেশ যাত্রা’ গ্রন্থের জন্য আহমাদ মোস্তফা কামালকে পুরস্কার দেওয়া হয়।

কবিতা ক্যাটাগরিতে ‘কালের ক্যাসিনো’ গ্রন্থের জন্য তারিক সুজাত পুরস্কার পেয়েছেন।

শিশুসাহিত্যে কিশোর উপন্যাসে যৌথভাবে পুরস্কার পেয়েছেন ‘থ’ গ্রন্থের জন্য সৈয়দ আল ফারুক এবং ‘পানামা রহস্য’ গ্রন্থের জন্য ফারুক হোসেন।

তরুণ লেখক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন সেজুতি বড়ুয়া (গ্রন্থ ‘হৃৎ’), মিষ্টি মারিয়া (গ্রন্থ ‘কন্যা’), কৌশিক মজুমদার শুভ (গ্রন্থ ‘একটি ধুমকেতু ও কয়েকটি বিশ্বযুদ্ধ’) ও ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’ গ্রন্থের জন্য মীর রবি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সিটি ব্যাংক এনএ বাংলাদেশ ও আনন্দ আলো যৌথভাবে এক দশক ধরে এ পুরস্কার দিয়ে আসছে, যা পাঁচটি বিভাগে দেয়া হয়।