উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন ইউল্যাবে

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি উদযাপনের অংশ হিসেবে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 01:59 PM
Updated : 22 March 2018, 01:59 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার ধানমন্ডিতে ইউল্যাব ক্যাম্পাসের সামনে মানববন্ধন শেষে ক্যাম্পাসের লবিতে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান বলেন, “বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, আমরা আত্নবিশ্বাসী হলে আমাদের পক্ষে সব সম্ভব।”

জাতিসংঘের এ স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান তিনি।  

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, নিবন্ধক অধ্যাপক আখতার আহমেদসহ বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।