গান-নাচ-আবৃত্তি-আলেখ্যে উদীচীর স্বাধীনতা দিবস উদযাপন

গান, নাচ, আবৃত্তি ও আলেখ্যের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করল উদীচী ঢাকা মহানগর সংসদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 07:53 PM
Updated : 21 March 2018, 07:53 PM

উদীচীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে অংশ নেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

এ পর্বে সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

হেফাজতে ইসলামসহ সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবি মেনে নেওয়ার মাধ্যমে সরকার স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠার সংগ্রামকে ‘আরো পিছিয়ে দিচ্ছে’ বলে অভিযোগ আসে এ সভা থেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

এ পর্বের শুরুতে হেমাঙ্গ বিশ্বাসের ‘শঙ্খচিল’ গানের নৃত্যরূপ পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের নৃত্যশিল্পীরা। এছাড়া ছিল উদীচী ঢাকা মহানগর সংসদের বাচিক শিল্পীদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি। সবশেষে পরিবেশিত হয় উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনায় গীতি-নৃত্যালেখ্য ‘ভালোবাসা ও প্রশান্তির পৃথিবী’। এটি গ্রন্থনা করেছেন জামসেদ আনোয়ার তপন, নৃত্য পরিচালনায় রয়েছেন সঙ্গীতা ইমাম।

এর আগে দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কবিতাঙ্গণের সম্পাদক কবি সর্দার আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি অসীম সাহা, আসলাম সানী, পারভেজ বাবুল, ভারতের কবি অমৃত মাইতি।