সংসদ বসছে ৮ এপ্রিল

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে আগামী ৮ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 09:39 AM
Updated : 21 March 2018, 09:39 AM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকাল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন বলে বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের ১৯তম অধিবেশন।

বছরের শুরুর ওই অধিবেশন চলে দীর্ঘ ৩৫ কার্যদিবস। সাধারণত বছরের প্রথম ও বাজেট অধিবেশন ছাড়াই বাকি অধিবেশনগুলো সংক্ষিপ্ত হয়।

অধিবেশন বসার দিনই কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে কার্যপ্রণালী ঠিক হবে।