নিবন্ধন: ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে সতর্ক করছে ইসি

নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায়  ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন বাতিলের বিষয়ে সতর্ক করছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 07:54 PM
Updated : 19 March 2018, 07:54 PM

আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশেরও জবাব না দিলে দলটির নিবন্ধন বাতিল করবে সাংবিধানিক সংস্থাটি।

সোমবার কমিশন সভায় নেওয়া এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বর্তমানে ইসিতে ৪০টি দল নিবন্ধিত রয়েছে। ৩১ অক্টোবর দলগুলোকে নিবন্ধনের শর্ত প্রতিপালন নিয়ে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছিল ইসি। ১৫ কার্যদিবসের মধ্যে তা জমার কথা ছিল। কয়েকটি দলের আবেদনের প্রেক্ষিতে আরও ১ এক মাস সময় দেয় ইসি।

সোমবার কমিশন সভায় দলের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয় জানিয়ে ইসি সচিব জানান, নিবন্ধিত ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিয়েছে। তবে গণফোরাম ও নাগরিক আন্দোলন তাদের কাগজপত্র জমা  দেয়নি।

“গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কাগজপত্র জমা দেওয়ার জন্য ৬ মাস সময় চেয়েছেন। তাকে ৩ মাস সময় দেওয়া হয়েছে। তবে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কেন কাগজপত্র জমা দেয়নি, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।”

আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে দলটির নিবন্ধনও বাতিল করা হবে বলে উল্লেখ করেন সচিব।

বাছাইয়ে বাদ ১৯, তথ্য শুধরাতে ৫৬ দলকে চিঠি

ইসি সচিব জানান, নিবন্ধন পেতে আগ্রহী ১৯টির আবেদন প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে। বাকি ৫৬ দলের  প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

বাছাইয়ে তৃণমূল ন্যাশনাল পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি (বিজিএনপি), বাংলাদেশ সততা দল (বিএইচপি), বাংলাদেশ হিন্দুলীগ, বাংলাদেশ জনতা ফ্রন্ট, জাতীয় পরিবার কল্যাণ পার্টি (জেপিকেপি), বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি), বাংলাদেশ শান্তির দল, কৃষক শ্রমিক পার্টি, জনস্বার্থে বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি), বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট-বিডিএম, ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী ন্যাপ, সুশীল সামাজিক আন্দোলন-এসএসএ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি, বাংলাদেশ তৃণমূল কংগ্রেস, মৌলিক বাংলাসহ ১৯টি আবেদন বাতিল হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।