নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত

নৌপরিবহন এবং নৌবন্দরগুলোতে ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন (বিআইডব্লিউটি) কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 07:53 PM
Updated : 19 March 2018, 07:53 PM

সোমবার বিআইডব্লিউটি‘র প্রধান কার্যালয়ে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিআইডব্লিউটি‘র চেয়ারম্যান কমডোর এম মোজ্জাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার শারমিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরগুলোতে তামাকের ব্যবহারের কুফল সংক্রান্ত সচেতনামূলক সচিত্র বার্তা প্রচারের ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়। এজন্য বন্দরগুলোতে যে এলইডি টিভি রয়েছে, তা ব্যবহার করা হবে।

চেয়ারম্যান এম মোজাম্মেল হক ধূমপানমুক্ত পরিবেশের জন্য জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ঢাকা আহছানিয়া মিশনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন বলে জানান শারমিন।