শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চুক্তির মেয়াদ বাড়লো

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 01:54 PM
Updated : 19 March 2018, 01:54 PM
লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে প্রথম চুক্তিতে নিয়োগ পান। এরপর তিন দফা তার চুক্তির মেয়াদ বেড়েছে।

এছাড়া চুক্তিতে আরও দুই বছরের জন্য বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক পদে থাকছেন মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।

সোমবার জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়।

এয়ার কমডোর মো. জাহিদ হোসেনকে ডিএসসিসির নতুন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা এয়ার কমডোর মো. শফিকুল আলমকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।