পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিং অগ্রাধিকার প্রকল্প ঘোষণা অনুমোদন

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিংয়ের বিষয়টি জাতীয় অগ্রাধিকার প্রকল্প (এনপিপি) হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 01:22 PM
Updated : 19 March 2018, 01:22 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বি সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, “আমাদের পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) আইনে আছে কোন প্রকল্পকে এনপিপি ঘোষণা করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। পায়রা বন্দরকে সক্ষম রাখতে হলে ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং করতেই হবে। এজন্য পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিংয়ের বিষয়টি জাতীয় অগ্রাধিকার প্রকল্প (এনপিপি) হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।”

২০১৩ সালের ১৮ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে ১৬ একর জমির উপর পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম উদ্বোধন হয়।

শফিউল আলম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় পরামর্শকদের সেবা গ্রহণ করা হবে। এ বিষয়ে আগেই একটি চুক্তি হয়েছে। চুক্তির সংযুক্তি-১ এর অংশটাকে মন্ত্রিসভার অনুমোদনের জন্য আনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে।