ঢাকায় বিপণি বিতানে বোমা রেখে পালালো যুবক

ঢাকার বাড্ডার একটি বিপণি বিতানের মধ্যে এক যুবক বোমা রেখে পালিয়ে যাওয়ার পর তা ধ্বংস করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 12:40 PM
Updated : 19 March 2018, 05:49 PM

গুলশান-বাড্ডা লিংক রোডে গুদারাঘাট এলাকার ফুট ওভারব্রিজের নিচে তানহা প্লাজায় সোমবার দুপুরে বোমা রেখে ওই যুবক পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পরে পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল গিয়ে একটি কালো ব্যাগ থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের পর সেখানেই সেগুলো ধ্বংস করে।

তবে বোমাসহ ব্যাগটি রেখে যাওয়া ওই যুবকের কোনো খোঁজ মেলেনি। তাকে কেউ চিনতেও পারেনি।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেন, দুপুর ১২টার দিকে এক যুবক তানহা প্লাজার সিঁড়িতে একটি ব্যাগ রেখে ‘এতে বোমা আছে’ বলেই দ্রুত কেটে পড়েন।

এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমা আতঙ্কের খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, কেউ শুধু তামাশা করেছে।

“কিন্তু সন্দেহ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে দীর্ঘক্ষণ পরীক্ষার পর নিশ্চিত হয়, সেখানে আইইডি আছে।”

বিকাল ৫টার দিকে পৃথক পৃথকভাবে এই দুটি আইইডির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানান নজরুল।

বোমার ব্যাগটি যে রেখে গেছে, তাকে শনাক্তে সেখানকার সিসি ক্যামেরায় ফুটেজ পর্যবেক্ষণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।