সহকর্মীকে মারধর: ঢাবি অধ্যাপককে অব্যাহতি

সহকর্মীকে মারধর করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড .মেজবাহ-উল ইসলামকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 02:51 PM
Updated : 18 March 2018, 02:51 PM

অব্যাহতির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছনা ও আঘাতের অভিযোগ চেয়ারম্যান মেজবাহর বিরুদ্ধে।

গত ১৩ মার্চ আনোয়ারুল মারধরের বিচার চেয়ে উপাচার্যকে অভিযোগ দেন। তার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে উপাচার্যের দপ্তর থেকে অধ্যাপক মেজবাহের অব্যাহতির সিদ্ধান্ত এল।

উপাচার্য আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে আজই অব্যাহতি দেওয়া হয়েছে। কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিভাগের শিক্ষার্থীরা রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন।

মানববন্ধনের আগে বিভাগের করিডোরে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে তারা 'বিভাগের সকল কর্মকান্ড থেকে চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি' ও 'ঘটনার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠন' এর দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।