বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে বইমেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 12:17 PM
Updated : 16 March 2018, 12:17 PM

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে আয়োজিত ১১ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, “শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য বইয়ের থেকে ভালো আর কি হতে পারে? শিশুরা বিদ্যালয়ে যে পাঠ্যপুস্তক পড়ে তাতে আনন্দের খোরাক কম। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে যদি শিশুরা বই পড়ে তবে, তারা জ্ঞানের রাজ্যে, আনন্দের রাজ্যে প্রবেশ করতে পারবে।”

মেলায় এসে সবাই কমপক্ষে একটি বই হাতে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, “স্বাধীন দেশে আমরা আনন্দে থাকতে চাই। শিশুরা যেন শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে এগিয়ে থাকে আমরা তা চাই।

“জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র তিন বছর এ দেশের শাসনে ছিলেন। এর মধ্যই তিনি শিশুদের অধিকার রক্ষায় আলাদা আইন করেছিলেন। কিন্তু আমরা জাতির পিতাকে বাঁচিয়ে রাখতে পারিনি। এমনকি শিশু রাসেলকেও বাঁচাতে পারিনি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

তিনি বলেন, “১৯৭৫ এর ১৭ই মার্চ বঙ্গবন্ধুর শেষ জন্মদিনে উনি সব শিশুকে গণভবনে আপ্যায়ন করেছিলেন। তিনি শিশুদের বলেছিলেন, তোমরা মাঠে দৌড়াদৌড়ি করো, খেলাধুলা করো কিন্তু কোনো গাছের ডাল বা ফুল ছিঁড়বে না।

“এভাবে তিনি শিশুদের ভালোবাসার পাশাপাশি পরিবেশবোধ, মানবতাবোধ শেখাতেন।”

এর আগে সকালে ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে শিশুদের ম্যারাথন দৌড় হয়। তাদের মধ্য থেকে ৫০ জনকে পুরষ্কার দেন অতিথিরা।

এবারের বইমেলায় বাংলা একাডেমী, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, চলচ্চিত্র ও প্রকাশনাসহ ৭৫টি প্রকাশনী অংশ নিচ্ছে।