তামাকপণ্যের বিজ্ঞাপন: ধানমণ্ডিতে দোকান থেকে জরিমানা আদায়

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় ধানমণ্ডিতে এক দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 03:01 PM
Updated : 14 March 2018, 03:01 PM

বুধবার দুপুরে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ধানমণ্ডি এবং কলাবাগান এলাকায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণে অভিযান চালায়।

অভিযানে ধানমণ্ডি ১২ নম্বর সড়কে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের অপরাধে নিউ শহিদ জেনারেল স্টোর থেকে ২০ টাকা আদায় করা হয়।

দোকানে রাখা সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের বাক্সটিও ধ্বংস করে আদালত।

এছাড়া অভিযানে পাঁচটি দোকানে তামাকপণ্যের বিজ্ঞাপন ধ্বংস এবং ১০টি বিজ্ঞাপনের বাক্স ভেঙ্গে ফেলা হয়।

এসময় অনেক বিক্রেতা সটকে পড়ায় জরিমানা আদায় করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল হোসেন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মকর্তা উম্মে জান্নাত ও অদুত রহমান।