প্রধানমন্ত্রীর ‘পারমিশনের’ অপেক্ষায় বিমানমন্ত্রী

কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে অনেক বাংলাদেশি হতাহত হওয়ার প্রেক্ষাপটে সেখানে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বিমান চলাচলমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 03:01 PM
Updated : 12 March 2018, 07:54 PM

সোমবার রাতে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পর তাকে বিভিন্ন প্রশ্ন করে বেশির ভাগ ক্ষেত্রেই ‘ইনফরমেশন নেই’ উত্তর পেয়ে হতাশ হতে হয় সাংবাদিকদের।

৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে দুপুরে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর ইউএস-বাংলার ড্যাশ উড়োজাহাজটি বেলা আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অনেককে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আটজনের মৃত্যুর খবর সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই ফ্লাইটে থাকা ৩২ বাংলাদেশির স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে মন্ত্রী শাহজাহান কামাল শাহজালাল বিমানবন্দরে গেলে তাকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা।

তিনি বলেন, “আবিদ সুলতান (বিমানটির ক্যাপ্টেন) বেঁচে আছেন।”

নিহতদের মধ্যে বাংলাদেশি যাত্রীদের কতজন রয়েছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি এখন বলতে পারছি না।”

হতাহতের বিষয়ে তথ্য জানতে সাংবাদিকদের আরও প্রশ্নে তিনি বলে উঠেন, “নো, আমার কাছে ইনফরমেশন নেই।”

এ কে এম শাহজাহান কামাল

নেপালে নিজেই যাওয়ার চিন্তা করছেন বলে জানান দুই মাস আগে মন্ত্রীর দায়িত্বে আসা শাহজাহান কামাল।

তিনি বলেন, “আমি চেষ্টা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, উনার পারমিশন পেলে আমি নিজেই যাব।”

চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে রয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইতোমধ্যে জানান, জরুরি সহায়তার জন্য বাংলাদেশ উড়োজাহাজ প্রস্তুত করে রেখেছে।

রাতে হতাহতের নাম জানিয়ে ফেইসবুকে পোস্টও দেন তিনি।