ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 09:15 AM
Updated : 6 March 2018, 09:15 AM

এক শোক বার্তায় তিনি বলেছেন  “দেশ ও জাতি ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান চিরদিন মনে রাখবে।”

কিডনি ও হৃদরোগের জটিলতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই যোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।”

এই মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।

স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।