হামলাকারী ফয়জুল জঙ্গি হয়েছে নিজে নিজে: আইজিপি

লেখক, অধ্যাপক জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসান শফিকুর কোনো সংগঠন দ্বারা প্রভাবিত নয় বলে মনে করছেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 03:00 PM
Updated : 5 March 2018, 03:02 PM

“প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, সে সেলফ র‌্যাডিকালাইজড হয়ে এ হামলাটি চালিয়েছে,” বলেছেন তিনি।

জনপ্রিয় এই লেখকের উপর তার ক্যাম্পাস শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হামলার পর সারাদেশে প্রতিবাদের ঝড়ের মধ্যে সোমবার ঢাকায় জগন্নাথ বিশ্বদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইজিপি।

গত শনিবার অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের পরপরই শিক্ষার্থী ও শিক্ষকরা হাতে-নাতে ধরে ফেলে ফয়জুলকে, পিটিয়ে তাকে তুলে দেওয়া হয় পুলিশের কাছে।

সুনামগঞ্জ থেকে সিলেটে আসা এক মাদ্রাসা শিক্ষকের ছেলে ফয়জুল নিজেও এক সময় মাদ্রাসায় পড়তেন। সিলেটে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন তিনি।

২০১৩ সাল থেকে বিভিন্ন লেখক, অধ্যাপক, অনলাইন অ্যাক্টিভিস্টের উপর হামলাকারীদের কেউ জেএমবি, কেউ আনসারুল্লাহ বাংলাটিমের মতো জঙ্গি সংগঠনে জড়িত ছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে।

ফয়জুলকে আটকের পর র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ সাংবাদিকদের বলেছিলেন, “জিজ্ঞাসাবাদে সে বলেছে, ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে হত্যার উদ্দেশে হামলা করেছি’।” 

পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, “হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করার খুব বেশি সুযোগ হয়নি।  সে অসুস্থ অবস্থায় আছে।”

হামলার পর ধরা ফয়জুল হাসান শফিকুর

হামলার আগে অধ্যাপক জাফর ইকবালের পেছনে ফয়জুল

এই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করেছেন, এই হামলার পেছনে বিএনপির হাত রয়েছে।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপিকে দায়ী করে অপরাধীদের রক্ষা করতে চাইছে সরকার।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, “আমরা তদন্ত করছি এই ঘটনাটির মূল উদঘাটন করতে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ চত্বরে মাদক ও সন্ত্রাসবিরোধী এক ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাবেদ পাটোয়ারী।

তিনি অনুষ্ঠানে বলেন, “কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ীকে আইনের আওতায় আনলেই মাদক নিরাময় করা যাবে না। এর জন্য রাঘব বোয়ালদের ধরে আইনের আওতায় আনতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, “মাদক হচ্ছে আমাদের এক নম্বর সমস্যা আর জঙ্গিবাদ হচ্ছে দ্বিতীয় সমস্যা। এই ২০১৮ সালে এসে আমাদেরকে আবার মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।