জাফর ইকবালের ওপর হামলায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 02:35 PM
Updated : 3 March 2018, 10:04 PM

শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতির মধ্যে জাফর ইকবালের উপর হামলা হয়। ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে হামলাকারী।

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে আনা হচ্ছে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ হামলায় জড়িতদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

“প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।”

হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারী এক তরুণকে ধরে ফেলে। পিটুনি দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নেওয়া হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার জাফর ইকবাল বিভিন্ন সময়ে জঙ্গিদের হুমকি পেয়েছিলেন। প্রায় তিন বছর ধরে তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। তাদের পাহারার মধ্যেই শনিবারের এই হামলা হয়েছে।