বনানীতে অভিনেত্রীকে ধর্ষণের মামলার তদন্ত কর্মকর্তাকে নোটিস

বনানীতে এক টিভি অভিনেত্রীকে বাসায় নিয়ে ধর্ষণের মামলাটিতে তারিখের পর তারিখ পড়লেও তদন্ত প্রতিবেদন না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছেন বিচারক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 01:20 PM
Updated : 1 March 2018, 01:28 PM

গত বছরের জুলাইয়ের মামলাটিতে ১১টি তারিখ পেরিয়ে বৃহস্পতিবারও ঢাকার হাকিম আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু কোনো প্রতিবেদন জমা পড়েনি।

এরপর মহানগর হাকিম মুহাম্মদ ফাহদ বিন-আমিন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আশরাফুলকে কারণ দর্শানোর আদেশ দেন। আট মাসেও তদন্ত প্রতিবেদন কেন দেওয়া গেল না, সেই ব্যর্থতার ব্যাখ্যা দিতে হবে এই পুলিশ কর্মকর্তাকে।

আদালত আগামী ২২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করে দিয়েছেন।

এসআই আশরাফুল কিছু দিন আগে এই মামলার তদন্তের দায়িত্ব পান বলে বনানী থানার ওসি ফরমান আলী জানিয়েছেন।

গ্রেপ্তার বাহাউদ্দিন ইভান

গত বছরের ৫ জুলাই বাহাউদ্দিন ইভান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় মামলাটি করেন ওই অভিনেত্রী।

তাতে তিনি বলেন, সম্পর্কের সূত্র ধরে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে গত বছরের ৪ জুলাই তাকে বাসায় নিয়ে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন ইভান।

মামলার পর ইভানকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।