শেষ হল সুফি উৎসব

মানবতার মর্মবাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় শেষ হল দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 05:33 PM
Updated : 25 Feb 2018, 05:33 PM

রোববার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে সমাপনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আধ্যাত্মিক চেতনার সুফি গান পরিবেশন করেন দেশ-বিদেশের শিল্পীরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান বলেন, “এদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে রয়েছে সুফিবাদের প্রত্যক্ষ প্রভাব। কারণ অগণিত সুফিসাধক ও দরবেশের সমাগম ঘটেছে এই ভূ-খণ্ডে। তারা ছড়িয়ে দিয়েছেন মানুষে মানুষে সম্প্রীতির বাণী।”

শেষ দিনে সুফি গান শুনিয়েছেন দেশের শিল্পী মোহাম্মদ হায়দার, ফেরদৌস হালী, দিপংকর দে ও কাঙ্গালিনী সুফিয়া।

ছিল জাগৃতি লুথরা ও নীতা পাণ্ডে নামে দুই বোনের ভারতীয় সঙ্গীত দল রুহানি সিস্টার্স ও ইরানের সঙ্গীত দল জেরায়বের পরিবেশনা।

সব শেষে ‘জলের গান’র পরিবেশনায় শেষ হয় উৎসব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনবী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসবের সদস্য সচিব ইউসুফ মুহাম্মেদ।