ঢাকায় ব্যাগে টানে নারীর মৃত্যু:  আরেক ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকার ধানমণ্ডিতে ছিনতাইয়ের উদ্দেশে ব্যাগ ধরে হেঁচকা টানে গাড়ির নিচে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 11:41 AM
Updated : 24 Feb 2018, 11:41 AM

২৬ জানুয়ারি ভোরে ধানমন্ডি সাত নম্বর রোডে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছিনতাইকারীদের একজন হেলেনা  বেগম (৪০) নামে ওই নারীর ব্যাগ টান দিলে তিনি ওই গাড়ির নিচে পড়ে মারা যান।

এই ঘটনায় জড়িত সন্দেহে ১৩ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থেকে আবদুল্লাহ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছিল।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম বলেন,  শনিবার বিকালে মিরপুর শেওড়াপাড়া থেকে জাকির হোসেন (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

“জাকির ওই সময় গাড়ি চালাচ্ছিল এবং এই চক্রের হোতা,” বলেন তিনি।

পুলিশ কর্মকর্তা পারভেজ বলেন, এই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।