সোনা চোরাচালান: শাহজালালে ‍দুই নারীসহ গ্রেপ্তার ৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 04:56 PM
Updated : 20 Feb 2018, 04:56 PM

তারা হলেন,  ডালিয়া, আফরোজা, সরয়ার এবং বিপ্লব।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন,  আটক দুই নারী বিকাল সাড়ে ৫টায় রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে চট্রগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

“এরপর তারা ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাকালে তাদের অন্তর্বাসের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।”

ওই দুই নারীর দেওয়া তথ্যে বাকি দুই পুরুষ যাত্রীকে আটক করা হয় বলে তিনি জানান।

আটক সোনার মোট ওজন ৮৯৫ গ্রাম। বর্তমান বাজার দরে এর মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

মইনুল বলেন, “ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বিকালে ঢাকায় আসে। আটকদের তথ্য মতে আকাশপথে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে।”

চারজনের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।