পুরনো মামলাগুলো আগে ধরুন: বিচারকদের সুপ্রিম কোর্ট

জট নিরসনে পাঁচ বছরের বেশি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 04:18 PM
Updated : 20 Feb 2018, 04:18 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন এই নির্দেশনা সব আদালতে পাঠান।

দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন উল্লেখ করে নির্দেশনায় বলা হয, “ক্রমান্বয়ে এই মামলার জট বৃদ্ধি পাচ্ছে। বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছরের অধিক পুরাতন মামলার সংখ্যাও  কম নয়।

“ফলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তি করে ক্রমবর্ধমান মামলা জট নিরসনের বিকল্প নাই।”

প্রত্যেক আদালতকে প্রতি মাসের প্রথম সপ্তাহের নিষ্পত্তিকৃত পুরনো মামলার  তালিকাও সুপ্রিম কোর্টে পাঠাতে বলেছেন প্রধান বিচারপতি।