সচিব হলেন ৩ কর্মকর্তা

ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত জনপ্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 01:23 PM
Updated : 20 Feb 2018, 01:23 PM
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নানকে সচিব করেছে সরকার।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতির তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়। পরে আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদর্যদায় ৭৭ জন কর্মকর্তা কর্তরত আছেন।

কিশোরগঞ্জে নতুন ডিসি

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে কিশোরগঞ্জের ডিসি মো. আজিমউদ্দিন বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে।