শিশুকাল থেকেই মনুষ্যত্ব শিক্ষা দেওয়া উচিত: সেলিনা হোসেন

শিশুকাল থেকেই মনুষ্যত্ববোধের শিক্ষা দেওয়ার উপর জোর দিয়েছেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 12:21 PM
Updated : 20 Feb 2018, 12:21 PM

মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা ‘রুম টু রিড’ এর সাক্ষরতা কর্মসূচিতে মূল আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিনা হোসেন বলেন, “শিক্ষিত জাতি এবং আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের মন্যুষত্ববোধ শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই।”

মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং রুম টু রিড যৌথ উদ্যোগে আয়োজন করে ‘শিশুর পাঠ দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে শিশুতোষ গল্পগ্রন্থ ও শিশুবান্ধব পাঠাগার’- শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাঠাভ্যাস উন্নয়নে আলোচনা সভাটির আয়োজন করা হয়েছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী।

রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার জানান, এখন পর্যন্ত ‘রুম টু রিড’ বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি কাজ করেছে। বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে তারা প্রায় ৬০০০ পাঠাগার স্থাপন করেছে।

আলোচনা সভা শেষে অতিথিরা ২০১৭ সালে শিশুদের জন্য প্রকাশ হওয়া ৯টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।