থাই ভিসা: আবেদনকারীদের সহায়তার দায়িত্বে সায়মন ওভারসিজ

ভিসা আবেদনকারীদের ‘দ্রুত ও নির্ভরযোগ্য’ সেবা দিতে সায়মন ওভারসিজ লিমিটেডকে বাংলাদেশে থাইল্যান্ডের ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করেছে দেশটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 08:38 PM
Updated : 19 Feb 2018, 08:38 PM

সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সায়মন ওভারসিজ লিমিটেডকে থাইল্যান্ডের দূতাবাসের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়াকরণের জন্য মনোনীত করা হয়েছে। এর ফলে যে কোনো ব্যক্তি, ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট আবেদনকারীরা আরও দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য সেবা পাবেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নাপাংচে, সায়মন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াজিরুল আলমসহ প্রতিষ্ঠানটির ও থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।