রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিদের জানালেন পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 09:51 AM
Updated : 16 Feb 2018, 10:05 AM

গত বৃহস্পতিবার জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে এগিয়ে না আসলে উদ্ভূত দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেই বহন করতে হবে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই মতবিনিময় হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের মানবিক সহায়তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এ সঙ্কটের টেকসই সমাধানের ওপর ‘রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস: বাংলাদেশ রেসপন্স’ শীর্ষক বক্তব্য দেন।

তার বক্তব্যে উঠে আসে অসহায় রোহিঙ্গাদের পাশে উদার মানবিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং দেশবাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানসহ অন্যান্য বিষয়গুলো।

রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে নিরাপত্তা, আর্থ-সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে তাও তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

তিনি এ সঙ্কটের সমাধানে সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা সুপারিশের কথা স্মরণ করিয়ে দেন।

প্রত্যাবাসন, রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং এ সংক্রান্ত সম্ভাব্য বিভিন্ন সমস্যার বিষয়ে উপস্থিত রাষ্ট্রদূতদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে, কারণ এ সমস্যা তাদেরই সৃষ্টি এবং মিয়ানমারই রোহিঙ্গাদের নিজ ভূমি।

ভারত, রাশিয়া, চীন, নেদারল্যান্ডস, পেরু, পাকিস্তান, সৌদি আরব, কানাডা, যুক্তরাজ্য, ওমান, সিঙ্গাপুর, ভ্যাটিক্যান, মালদ্বীপ, মালয়েশিয়াসহ ৫০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘে নিযুক্ত ওআইসির রাষ্ট্রদূত ড. আগশিন মেহ্দিয়েভও ছিলেন।

এর আগে নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের আয়োজনে একই বিষয়ে এক আলোচনায় অংশ নেন পররাষ্ট্র সচিব।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম লুপেলের সঞ্চলনায় এই আলোচনায় অংশ নেন জাতিসংঘ সদস্য রাষ্ট্র, জাতিসংঘের সহযোগী সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড়শতাধিক প্রতিনিধি।       

বিকালে জাতিসংঘ সদর দপ্তরে ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন: এ টুল ফর গ্লোবাল ডেভলপমেন্ট’ বিষয়ক এক প্যানেল আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।