বিআরটিএ’র ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা।

আব্দুল্লাহ আলিফবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 04:05 PM
Updated : 15 Feb 2018, 04:05 PM

বৃহস্পতিবার রাত ৯টা থেকে প্রায় ঘণ্টাখানেক ওয়েবসাইটটি হ্যাকারদের দখলে থাকে।

এ সময় ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, কালো ব্যাকগ্রাউন্ডের উপর ভারতের পতাকা, তার নিচে ইংরেজিতে লেখা কিছু বার্তা। ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানের ‘জয় হো’ গানটিও বাজতে শোনা যায়।

ভারতের পতাকার নিচেই লেখা ছিল ‘ভারত মাতা কি জয়’। এরপর লেখা ছিল, “বাংলাদেশ সরকার ও জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা বাংলাদেশি হ্যাকারদের সাথে।

“আমরা সতর্ক করছি, ভারতীয় সাইটগুলো থেকে দূরে থাক।”

৪০৪ পিআরইএসএসআই এই ওয়েবসাইট হ্যাক করেছে বলেও সেখানে লেখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর পরিচালক (অপারেশনস) শীতাংশু বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে কেউ বা কোনো গ্রুপ এ ধরনের কোনো হুমকি দেয়নি।

“হঠাৎ করে কেন এই কাজ হল বুঝতে পারছি না। ওয়েবসাইটটি দ্রুত রিকভার করার চেষ্টা করা হয়।”