খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠনে সংসদে দুই বিল

খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ট্রাস্ট গঠনের জন্য জাতীয় সংসদে আলাদা দুটি বিল আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 05:16 PM
Updated : 14 Feb 2018, 05:16 PM
ধর্মমন্ত্রী মতিউর রহমান বুধবার ‘খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ ও ‘বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ উপস্থাপন করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিল দুটি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আদালতের নির্দেশে সামরিক শাসন আমলে করা বুদ্ধিষ্ট রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স ও ক্রিস্টিয়ান রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন করার জন্য এই বিল দুটি আনা হয়।

প্রস্তাবিত বিল দুটির প্রতিটিতে একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদস্যের বোর্ড গঠনের কথা বলা হয়েছে। সেখানে ধর্মমন্ত্রীকে বোর্ডের চেয়ারম্যান আর মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিবের দায়িত্ব পালনের প্রস্তাব করা হয়েছে।