রাষ্ট্রপতির সঙ্গে সরকারি দলের হুইপদের সাক্ষাৎ

পুনর্নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন সংসদে সরকারি দলের হুইপরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 11:29 AM
Updated : 14 Feb 2018, 11:29 AM

বুধবার প্রধান হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে তারা বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুইপদের প্রতিনিধি দল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রাষ্ট্রপতিও হুইপদের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে সংসদ সদস্য ইকবালুর রহিম, আতিউর রহমান আতিক, মো. শাহাব উদ্দিন, সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, শহীদুজ্জামান সরকার, মাহবুব আরা বেগম গিনি ছিলেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে গত ৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।