জুলহাজ-তনয় খুন: তদন্ত প্রতিবেদন জমা পড়ল না

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও ব্যর্থ হল পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 07:50 AM
Updated : 14 Feb 2018, 07:50 AM

নির্ধারিত দিন প্রতিবেদন না পাওয়ার পর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার  প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রেখেন  ১৫ মার্চ।

এ নিয়ে আলোচিত এ মামলায় প্রতিবেদন জমার  ২১টি তারিখ পেরিয়ে গেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম।

মামলাটি দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক  বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন একই তদন্ত সংস্থার পুলিশ পরিদর্শক নুরুল আফসার।

নূরুল জানান, এ মামলায শরীফুল ইসলাম কেরামত ও রাশিদুন্নবী ভূইয়া টিপু নামের দুই আসামি গ্রেপ্তার  হন।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ ও থিয়েটারকর্মী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়।

নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডবি¬উ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিনের সম্পাদনার পাশাপাশি জুলহাস উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন।

জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন ‘পিপলস থিয়েটার’ এ জড়িত ছিলেন।

এই হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে বলে পুলিশের দাবি।