রাষ্ট্রপতির সঙ্গে জাপার প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 03:09 PM
Updated : 14 Feb 2018, 02:39 AM

মঙ্গলবার বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই প্রতিনিধি দল সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সাক্ষাতের সময় বিরোধী দলীয় নেতা দ্বিতীয়মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান।”

বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও কার্যকালের সাফল্য কামনা করেন। বিরোধী দলীয় নেতা এসময় আবদুল হামিদকে ফুলেল শুভেচ্ছা জানান।

আবদুল হামিদ রওশন এরশাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

পরে রাষ্ট্রপতি সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে যান। সংসদ অধিবেশনের খবর সংগ্রহে নিয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কাটান।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মাঝেই সাংবাদিক লাউঞ্জে যেতেন আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে সপ্তবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন আবদুল হামিদ।

বিকেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সংসদে যান আবদুল হামিদ।