বসন্ত রঙ সংসদেও

নগরে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেক উদযাপনের প্রভাব পড়ল জাতীয় সংসদেও; প্রকৃতির বর্ণিল ঋতু বাসন্তী রঙের বসনে দেখা গেছে সংসদ সদস্যদের।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 02:20 PM
Updated : 13 Feb 2018, 03:00 PM

সংসদ সদস্যদের অনেকেই বাসন্তী রঙের পোশাক করে মঙ্গলবার অধিবেশনে যোগ দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বাসন্তী শাড়ি পরে অধিবেশনের সভাপতির আসনে বসেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়েও সংসদ সদস্যরা স্পিকারসহ নিজ নিজ এলাকার মানুষকে বসন্তের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সংসদের শুরুতেই অধিবেশনে হলুদ পাঞ্জাবি পরে অধিবেশন কক্ষে ঢোকেন সরকারদলীয় হুইপ ইকবালুর রহীম ও সংসদ সদস্য পংকজ দেবনাথ।

নারী সংসদ সদস্যদের অধিকাংশের পরনে ছিল বাসন্তী রঙের শাড়ি।

এদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌসী, জাতীয় পার্টির রওশন আরা মান্নানসহ অনেকেই বাসন্তী শাড়ি পড়ে সংসদ অধিবেশনে যোগ দেন।

সংসদ সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি কিংবা টি-শার্ট পরে আসতে। পুরো সচিবালয়ের প্রায় সব দপ্তরেই অধিকাংশ নারী কর্মীদের পরনে ছিলে হলুদ বসন।

সংসদ সচিবালয়ের কর্মচারী মাহমুদুল হাসান শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বসন্তের আগমনে সবাই একটু নতুন পোশাকে অফিস করছি। সহকর্মীরা মিলে মিষ্টিও খেয়েছি।”