ব্যাগে টানে নারীর মৃত্যু; এক ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকার ধানমণ্ডিতে ব্যাগ ধরে হেঁচকা টানে গাড়ির নিচে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 12:31 PM
Updated : 13 Feb 2018, 01:21 PM

২৬ জানুয়ারি ভোরে ধানমণ্ডি সাত নম্বর রোডে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছিনতাইকারীরা হেলেনা বেগমের (৪০) ব্যাগ টান দিলে গাড়ির নিচে পড়ে মারা যান তিনি।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম বলেন, সোমবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে এই ঘটনায় জড়িত  সন্দেহে  আবদুল্লাহ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

আবদুল্লাহর বরাত দিয়ে তিনি বলেন, “ঘটনার সময় আবদুল্লাহ প্রাইভেটকারের পেছনে বসা ছিল এবং গাড়িতে মোট চারজন ছিল জানিয়েছে।”

মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলকৈ জবানবন্দি দেওয়ার পর আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক পারভেজ।

তিনি বলেন, এই ঘটনায় জড়িত বাকি তিনজনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের  ধরতে অভিযান চলছে।