পুড়ে গেল কেরানীগঞ্জের ৩ প্রকাশনা প্রতিষ্ঠান

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানে লাগা আগুন ১১ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকও কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 01:34 PM
Updated : 11 Feb 2018, 04:01 AM

রোববার কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক সজীব সরকার জানান, শনিবার রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনে ৫০ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে ওই প্রতিষ্ঠানগুলোর মালিক দাবি করেছেন।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্পের নতুন রাস্তার মোড় এলাকায় জননী গ্রুপের হাসান বুক ডিপোর বুকম্যান প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন ও সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসসহ মোট নয়টি ইউনিট একটানা কাজ করেছেন।

পরিদর্শক সজীব বলেন“ঘটনাস্থলে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ১১ ঘণ্টা সময় লেগেছে।

আগুন লাগার সুনিদিষ্ট কারণ এখনও জানা যায়নি। এর কারণ জানতে কাজ চলছে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১০ সদস্যরা কাজ করেছে বলে জানান তিনি।

জননী গ্রুপের মালিক আবুল কালাম আজাদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৩টার দিকে তার প্রতিষ্ঠানে আগুন লাগে। সেখানে ছাপার যন্ত্র ছাড়াও ভেতরে কাগজ ও বই ছিল। ছাপার মেশিন ৩০টি, বাইন্ডিং মেশিন ছিল ১৫টি।

“বই কাগজসহ প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি মূল্যের পণ্য ভেতরে রয়েছে, যার সবটাই পুড়ে গেছে।”