‘ফরমায়েশি রায় হয়েছে, উচ্চ আদালতে যাব’

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজাকে ‘ফরমায়েশি রায়’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 09:30 AM
Updated : 8 Feb 2018, 09:37 AM

বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, “নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য ফরমায়েশি রায় হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব ইনশাল্লাহ। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।”

খন্দকার মাহবুব হোসেন (ফাইল ছবি)

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

এছাড়া মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের হয়েছে দশ বছর করে কারাদণ্ড।

সেই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।