সৌদি আরবে দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ছয়জন।

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 08:21 AM
Updated : 22 Jan 2018, 11:36 AM

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় পাহাড়ি সড়কে একটি গাড়ি হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত সবাই বিভিন্ন দেশের শ্রমিক। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি, চারজন মিশরীয় ও দুজন ভারতীয় নাগরিক।

বাংলাদেশি তিনজন হলেন- কুমিল্লার নাঙ্গলকোটের আবুল বাসারের ছেলে সাইফুল ইসলাম,  ব্রাহ্মণবাড়িয়া জেলার মালাম মিয়া এবং নরসিংদীর আলম তুহিন। 

দূতাবাসের কর্মকর্তারা জানান, হতাহতরা সবাই বেলজুরিশি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী একটি ক্যাটারিং কোমস্পানির কর্মী। ছুটির দিন তারা ওই গাড়িতে করে কুনফুডা কুরি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এবং সিভিল ডিফেন্স কর্মীরা আহতদের উদ্ধার করে বালজুরাশির প্রিন্স মাশারি হাসপাতালে পাঠায়।

তাদের মধ্যে গুরুতর আহত এক বাংলাদেশি ও দুই ভারতীয়কে পরে আল-বাহা কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়।