‘অজ্ঞানপার্টির খপ্পরে’ গার্মেন্ট কর্মকর্তা, ৫ লাখ টাকা খোয়া

রাজধানীতে চলন্ত বাসে তৈরি পোশাক প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে অজ্ঞান করে পাঁচ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 11:27 AM
Updated : 21 Jan 2018, 11:27 AM

অচেতন অবস্থায় মো. শাহজাহান মাহমুদ (৩৫) নামের ওই কর্মকর্তাকে মোহাম্মদপুর থেকে উদ্ধারের ঢাকা মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহজাহান চিটাগং ডেনিম মিলস লিমিটেডের জ্যেষ্ঠ হিসা‌বরক্ষক। গুলশানের একটি ব্যাংক থেকে টাকা তুলে বাসে করে মহাখালী ডিওএইচএসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রোববার বিকাল ৩টার দিকে শাহজাহানকে অচেতন অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন।

চিটাগং ডেনিমের ব্যবস্থাপক মনির আলম হাসপাতালে সাংবাদিকদের জানান, গুলশানের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পাঁচ লাখ বিশ হাজার টাকা তুলে আলিফ পরিবহনের বাসে করে মহাখালী আসছিলেন শাহজাহান।

“পরে বাসের লোকজনের কাছ থেকে ফোনে খবর পেয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন আলিফ বাস কাউন্টারের একটি বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ব্যাংক থেকে তোলা ওই টাকাও তার সঙ্গে নাই।

“মনে হয়, অজ্ঞানপার্টির চক্র শাহজাহানকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা টাকা নিয়ে গেছে।”